Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫

আসসালামু আলাইকুম, 

২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫

জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (বাংলা ও ইংরেজি ভার্সন)-এর ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। ১২ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, সভাপতি, পরিচালনা পর্ষদ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং স্টেশন কমান্ডার, জাহানাবাদ সেনানিবাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী মিসেস রুলিয়া ইয়াসমিন।

আয়োজনের শুভ সূচনা:
দুপুর ২:৪৫ মিনিটে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। দুপুর ৩:০০টায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি স্কুল প্রাঙ্গণে এসে উপস্থিত হলে তাঁদের আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয় এবং ক্রীড়া ব্যাজ পরিধান করানো হয়।

প্যারেড ও উদ্বোধনী আনুষ্ঠানিকতা:
অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্ণেল মোস্তফা রাসেল আল রশিদ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি মান্যবর প্রধান অতিথির আগমনে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়াসহ সহপাঠ্যক্রমিক কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন "আজকের দিনে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে, দীর্ঘদিন যাদের পদচারণায় আমাদের এই প্রাঙ্গণ মুখরিত ছিল, আজকে তারা আবারও আমাদের বিদ্যাপিঠে ফিরে এসে তাদের পদচারণায় করেছে মুখরিত একারণে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের জানাই বিশেষ অভিনন্দন এবং প্রাণঢালা শুভেচ্ছা। আমরা আশা করি আবারও তাদের আমরা বিদ্যালয়ে উৎসবমূখর অনুষ্ঠানে সারথি হিসেবে পাশে পাবো, ইনশাআল্লাহ।’’

প্রধান অতিথি পরে প্যারেডের সালাম গ্রহণ করেন এবং চারটি কন্টিনজেন্টের অভিবাদন গ্রহণ করেন। এরপর ক্রীড়া প্রতিযোগিতার মশাল প্রজ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চমৎকার পিটি পরিবেশনার পর নামাজের বিরতির জন্য সংক্ষিপ্ত বিরতি ঘোষণা করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী:
নামাজের বিরতির পর শুরু হয় মূল ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা ৭টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল, একশ’ মিটার দৌড়, ৫০ মিটার ভারসাম্য দৌড়, ১১০ মিটার হার্ডেলস দৌড় শেষে শুরু হয় যেমন খুশি তেমন সাজো। অভিভাবকবৃন্দের মাঝে ‘কিক দ্যা বল’ (পুরুষ অতিথি) এবং ‘বাস্কেট বল নিক্ষেপ’ (মহিলা অতিথি) প্রতিযোগিতা শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষর্থীদের মধ্যকার ‘দড়ি টানাটানি’ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হয় ক্রীড়া প্রতিযোগিতা। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে ছিল স্কুল ও কলেজ শাখার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও কোরআন পাঠে বিজয়ীদের সম্মাননা।

প্রধান অতিথির মূল্যবান বক্তব্য:
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের ধন্যবাদ জানান এবং ক্রীড়া প্রতিযোগিতার সফল আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। তিনি বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা দৈহিক সুস্থতার সাথে মানসিক উৎকর্ষতা সাধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজয়ী হওয়াটা মূল বিষয় নয়, বরং অংশগ্রহণ করাটাই আসল ব্যাপার।"

বিশেষ আকর্ষণ: মনোজ্ঞ ডিসপ্লে জীবন নদীর বাঁকে বাঁকে'

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে 'জীবন নদীর বাঁকে বাঁকে'। এই ডিসপ্লে উপস্থিত সকল অতিথিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ডিসপ্লে শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (বাংলা ও ইংরেজি ভার্সন)-এর ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক অনন্য উদযাপন হিসেবে সফলভাবে সম্পন্ন হয়। এই আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের অনুপ্রেরণা যোগাবে।

এই সুন্দর আয়োজনে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
 

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com